রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহী মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২১ ০৯:১১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১০:৫৪

ছবি: সংগৃহীত

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মনোনিত হওয়ায় সভাপতির পদ শূন্য হওয়ায় নগর  আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের রাজশাহী মহানগরের পদ শূন্য হওয়ায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল নগর আওয়ামী লীগের টানা দুইবার সভাপতি ছিলেন। এর আগেও তিনি নগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার স্ত্রীও নগর মহিলা আওয়ামী লীগের নেত্রী।

এদিকে, ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও মুখ মিষ্টি করান নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন, রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, সাংস্কৃতিক সম্পাদক কাামরউল্লাহ সরকার কামাল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য ইউনুস আলী, হাবিবুর রহমান বাবু, নফিকুল ইসলাম সেল্টু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, মজিবুর রহমান প্রমূখ।

 

 

আরপি/এমএএইচ-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top