আদিবাসী নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে আদিবাসী পরিবারকে মামলা, গ্রেফতার ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে রাজশাহীর সাহেব বাজার জিরো মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। এছাড়াও তানোর উপজেলার ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথকে অপসারণ ও ভূমিদস্যু হামিদুর রহমানকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, আদিবাসী পরিষদের মহানগর সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, সাধারণ সম্পাদক সুশেন কুমার সেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৮
বিষয়: মানববন্ধন আদিবাসী নির্যাতন
আপনার মূল্যবান মতামত দিন: