রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

নগরীতে ছুরিকাঘাত করে যুবককে খুন, গ্রেফতার এক


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ১৯:২৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর রানীনগর সিটি হাসপাতাল এলাকায় পিয়ারুল ইসলাম (৩৪) নামে এক এক যুবককে বাড়িতে প্রবেশ করে হত্যা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিমুল নামে একজনকে আটক করা হয়েছে।

নিহত পিয়ারুল ইসলামের বড়ভাই শরিফুল ইসলাম জানান, বাড়ির গলিতে পিয়ারুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির গেটে এসে পিয়ারুল ইসলাম পড়ে যায় ও সেখানেই মারা যান।

পিয়ারুল ইসলামের বড়ভাই শরিফুল ইসলাম জানান, পুলিশ শিমুল নামে যাকে গ্রেফতার করেছে তার সঙ্গে পিয়ারুল ইসলামের পূর্বশক্রতা ছিল। দেড় বছর আগেও শিমুলসহ কয়েকজন মিলে মারপিট করে পিয়ারুল ইসলামের পা ভেঙে দিয়েছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র জানান রানীনগরে অবস্থিত সিটি হাসপাতালের কাছে একটি বাড়িতে বসবাস করতেন পিয়ারুল। পূর্বশত্রুতার জেরে শনিবার রাতে তিন জন বাড়ির গলিতে ঢুকে পিয়ারুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে স্টেপ করে। পুলিশ বাড়ির গেইটের কাছ থেকে রক্তমাখা লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, তদন্তের স্বার্থে কারও নাম উল্লেখ করা হচ্ছে না। তবে এই ঘটনায় তিন জন আসামীর মধ্যে দ্বিতীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে কাজ চলছে। হামলাকারিদের সবাই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।

এদিকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top