অসুস্থ হয়ে পড়ায় অনিশ্চিত জান্নাতুনের পরিক্ষা!

রাজশাহীর পুঠিয়ায় পরিক্ষা দিতে এসে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামীয়া উচ্চবিদ্যালয়ে গণিত পরিক্ষা দিতে এসে জান্নাতুন নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ।
জান্নাতুন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। জান্নাতুন এবার মাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে জে এস সি পরিক্ষা দিচ্ছে।
মাড়িয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, জান্নাতুন পরিক্ষা কেন্দ্রে এসে সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়ে।
তিনি বলেন জান্নাতুন শ্বাসকষ্টে ভুগছেন তাই তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। অভিভাবকদদের জানিয়েছি, তারা আসছে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: