চারঘাটে তিন সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

রাজশাহীর চারঘাটে তিন সন্তানের জননী নাসিমা নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের ফতেপুর মন্ডলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। চারঘাট মডেল থানার পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত গৃহবধু মন্ডলপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে তুফান শেখ ওরফে ভোবেশ এর স্ত্রী। স্বামী ভোবেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পিতা সিরাজ আলী জানান, তার জামাই তুফান শেখ ওরফে ভোবেশ একজন দিনমজুর হওয়ায় প্রায় ৩/৪ বছর থেকে ঋনে জড়িয়ে পড়ে। আর এই কারণে সংসারে অভাব-অনটন দেখা দেয়। গত মঙ্গলবার দুপুরের দিকে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ভোবেশ তার স্ত্রীকে মারপিট করার পরে গলায় ডিস লাইনের তার পেচিয়ে হত্যা করে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে বলে নিহতের পিতা জানান।
নিহতের পিতা সিরাজ আলী লোকমুখে সংবাদ পেয়ে দ্রুত মেয়ের বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পায়।
এব্যাপরে নিহত গৃহবধুর পিতা সিরাজ আলী বাদী হয়ে জামাই তুফান শেখকে আসামী করে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
আরপি/এমএইচ
বিষয়: পিটিয়ে হত্যা আটক
আপনার মূল্যবান মতামত দিন: