রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে মাদকসহ যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৪:০৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৪৭

ছবি: গ্রেপ্তারকৃত যুবক

রাজশাহী নগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ মোস্তাকিন হোসেন রনি (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বোয়ালিয়া থানা পুলিশ নগরীর রামচন্দ্রপুর খরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মরিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের টিম রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় অভিযান চালায়। এসময় রামচন্দ্রপুর খড়বোনা এলাকার মোঃ মোস্তাকিন হোসেন  রনি (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য ৭,৮০০/-(সাত হাজার আটশত) টাকা। রনি ওই এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন। থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top