রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

বিএমডিএর ৭৭তম সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২১ ০৬:৪৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৮:৩৪

ছবি: সভা

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৭৭তম সভা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহান।

স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক আব্দুর রশিদ। অংশগ্রহণ করেন পরিচালনা বোর্ডের সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব সাজ্জাদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মমিনুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব হামিদুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ, রাজশাহীর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কল্যাণ চৌধুরী।

এছাড়াও অংশ নেন দিনাজপুরের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হোদা, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার বিএমডিএ’র ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেন ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় বিএমডিএ’র সার্বিক কর্মকান্ডের উপর বিস্তারিত আলোচনা শেষে প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top