রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বাঘায় কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২১ ০৪:৪৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৫:৪৯

ছবি: প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কম্পিউটার অপারেটর ও অফিস সহকারিসহ সংশ্লিষ্ঠ কর্মচারিদের আইসিটি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(UGDP) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JIDP) সহযোগিতা করে।

আয়োজিত কর্মশালায় সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতান । এ সভায় ট্রেইনার (প্রশিক্ষক) হিসাবে দায়িত্ব পালন করেন সরকারের আইসিটি বিভাগের কর্মকর্তা নুরজ্জামান বিশ্বাস । কর্মশালায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীসহ সংশ্লিষ্ঠ কর্মচারীগণ।

সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্মরত আছেন তাদের আইসিটি ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন আবশ্যক।

 

 

আরপি/এসআর-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top