রাজশাহী জেলা রোভারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় সোমবার বিকাল ৫ টায় অনলাইন জুম ক্লাউড মাধ্যমে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (গার্ল-ইন-রোভার) শামীম আরা চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-কমিশনার(সংগঠন) ড. হাসনা আরা বেগম, সহ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) জান্নাতুল ফেরদৌস, সম্পাদক ড. মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা রোভার স্কাউট লিডার মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (আইসিটি) জাফর ইকবাল প্রমুখ।
আরপি/এসআর-১২
বিষয়: রাজশাহী জাতীয় শোক দিবস আলোচনা সভা
আপনার মূল্যবান মতামত দিন: