রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে

৭ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন কাল


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ১০:০৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৮

ছবি: প্রতীকী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল হত্যাকান্ডের ৩ বছর পেরিয়েছে। এই হত্যাকান্ডের বিচারসহ ৭ দফা দাবিতে আগামীকাল বুধবার রাজশাহীতে মানববন্ধন ডেকেছে জাতীয় আদিবাসী পরিষদ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম এ তথ্য নিশ্চিত করেছেন।

কাল সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এছাড়াও উত্তরবঙ্গের গাইবান্ধা, নওগাঁ, নাটোর এবং দিনাজপুর জেলায় পর্যায়ক্রমে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

আগামীকাল ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল হত্যাকান্ডের ৩ বছর পূর্তি হতে যাচ্ছে। এ মামলার তদন্তে মূল আসামীদের বাদ দিয়ে প্রহসনমূলক চার্জশীট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আর তা মানা হবে না, এমনটা জানিয়ে ৭ দফা দাবি ঘোষণা করেছে আদিবাসী পরিষদ।

আদিবাসী পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পিবিআই’র চার্জশীট না মানা ও তা বাতিল করা; অবিলম্বে সাঁওতাল হত্যাকান্ডের মূলহোতা সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ অভিযুক্তদের বিচার করা, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদাফার্মের রিক্যুইজিশন করা ও ১৮৪২ দশমিক ৩০ একর সম্পত্তি আদিবাসী-বাঙালিদের ফেরত দেয়া, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, রংপুুুুুর চিনিকল লিঃ (মহিমাগঞ্জ) দ্বারা উচ্ছেদকৃত পরিবারগুলোকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়া, আদিবাসী-বাঙালিদের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুনঃপ্রতিষ্ঠা ও সরকারিকরণের দাবি জানিয়ে এ মানববন্ধন ও সমাবেশের আহ্বান করা হয়েছে।

 

আরপি/ এমএএইচ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top