রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার এক
 
                                রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ নাসির উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গাঁজা নিয়ে যাওয়ার সময় নাসিরকে আটক করা হয়।
এ নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামি নাসিরের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে।
আরপি/এসআর-০৪

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: