রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ জার্সিস (২৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বেলপুকুর থানাধীন ছোট ধাদাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
র্যাব-৫, রাজশাহী এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ছোট ধাদাস এলাকায় অভিযান চালায়। এসময় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলিসহ জার্সিসকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: