রাজশাহীতে পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বে শাশুড়ির আত্মহত্যা

রাজশাহীতে পুত্রবধূর সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আনেকা বেগম (৫৮) নামে এক শাশুড়ি। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহননগর গ্রামে এ ঘটনা ঘটে।
আনেকা বেগম ওই গ্রামের মৃত ওহাব আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, আনেকার একমাত্র ছেলে জাকিরুল ইসলামের স্ত্রী রুপসানা খাতুনের সঙ্গে মাঝেমধ্যেই পরিবারে ঝগড়া লাগত। সবশেষ বৃহস্পতিবার সকালেও ঝগড়া হয় তাদের। এক পর্যায়ে আনেকা ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আত্নহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: