রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গ্রেপ্তার ২৩


প্রকাশিত:
২৭ জুলাই ২০২১ ১৭:৫৯

আপডেট:
২৭ জুলাই ২০২১ ১৮:০৬

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে এ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আরএমপির থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের চালানো পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন এবং ডিবি পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া ৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধের জন্য ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top