রাজশাহীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় আতিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে পাটক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আতিয়া ওই গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ছাগল চরাতে বের হন আতিয়া বেগম। সন্ধ্যায় ছাগল বাড়িতে ফিরে আসলেও তিনি ফেরেন নি। তাই পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশের একটি পাটক্ষেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং চিৎকার করতে শুরু করেন। ঘটনাস্থলে আতিয়ার ছেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।
তারা জানান, মরদেহর গলা ও হাত কাটা রয়েছে। এছাড়া মাথায় রয়েছে আঘাতের চিহ্ন। তবে আতিয়াকে এমন নির্মমভাবে হত্যার কারন তারা বুঝতে পারছেন না।
এ ব্যপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। বর্তমানে সেখানেই আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: