রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর দাবি


প্রকাশিত:
১২ জুলাই ২০২১ ১৯:০৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৩:১২

অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর দাবিতে মানববন্ধন। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর দাবি জানানো হয়েছে। সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে রাজশাহী ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন- সংগঠনটির নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, সিপিবির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহীতে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটিই বাড়ছে। করোনায় আক্রান্ত অসুস্থদের জন্য অতি জরুরী অক্সিজেন সার্পোট। তবে মৃত্যুর কোলে লুটিয়ে পড়া মানুষদের এক প্রকারের জিম্মি করেছে অক্সিজেন ব্যবসায়ী সিন্ডিকেট। তারা অধিক মুনাফায় বিক্রি করছে অক্সিজেন সিলিন্ডার। করোনা রোগীদের চিকিৎসায় এসব সিলিন্ডারের দাম নাগালের মধ্যে রাখতে হবে।

এদিন মানববন্ধন থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক দাম জনগণ দেবে না, শুধুমাত্র নিজ কোম্পানির নয় সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে হবে। এছাড়া ২৪ ঘন্টা রি-ফিলের ব্যবস্থা করতে হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top