পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অক্সিজেন কন্সেন্ট্রেটর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের জন্য ৪টি অক্সিজেন কন্সেন্ট্রেটর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার (৪ জুলাই) প্রতিমন্ত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
পুঠিয়া ছাড়াও তার নিজস্ব অর্থায়নে দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া ও ঈশ্বরদী উপজেলাতে ৪টা করে অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করেছেন। এছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পালস অক্সিমিটার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন বলেন, বিশেষ একটি মাধ্যমে জানতে পেরেছি মন্ত্রী মহোদয় এখানে ৪টি অক্সিজেন কন্সেন্ট্রেটর দিয়েছেন। হয়তো আজকালের মধ্যে আমরা হাতে পেয়ে যাব।
তিনি আরও বলেন, করোনা রোগিদের অনেক সময় অক্সিজেন লেভেল ৯২ এর নিচে চলে আসে। তখন তাদের অক্সিজেন কন্সেন্ট্রেটর গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চলে আসতে বলেন।
আরপি/এসআর-২২
বিষয়: পুঠিয়া অক্সিজেন কন্সেন্ট্রেটর
আপনার মূল্যবান মতামত দিন: