রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ভার্চুয়াল আলোচনা সভায় 'ই-বন্ধন'


প্রকাশিত:
২৯ জুন ২০২১ ১৮:৪৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৭

ছবি: আলোচনা সভা

ভার্চুয়ালি আলোচনা সভা করেছে দেশের অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ই-বন্ধন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। সম্প্রতি জুমের মাধ্যমে এ আলোচনা সভা করে সংগঠনটি। সভায় রিজিওনাল রিলেশনশিপ লিডারদের পদবীও ঘোষণা করা হয়।

এদিন ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করেন ই-বন্ধন নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের কো ফাউন্ডার ও সিইও মো. সুজন আলী এসপি। কার্যক্রম অফিসিয়ালি ঘোষণা করেন সংগঠনটির কো-ফাউন্ডার ও চেয়ারম্যান মো. এনামুল হক । সভায় বক্তব্য রাখেন দুই চিফ অফ কর্পোরেট রিলেশনশিপ লিডার এফতেখারুল ইসলাম ভূঁইয়া ও আজিজুল হাসান। এছাড়া আট বিভাগের কর্পোরেট রিলেশনশিপ লিডার যথাক্রমে আমিত কুমার (রংপুর) ,‌ নওরিন সাফা (ময়মনসিংহ), জুম্মান (সিলেট), হাসনাত (চট্রগ্রাম), আলমাস আলী (রাজশাহী) ও রিজোনাল রিলেশনশিপ লিডারদের পক্ষ থেকে আফরোজা ইয়াসমিন (ময়মনসিংহ) বক্তব্য দেন এবং তাদের অনূভুতি প্রকাশ করেন।

ভার্চুয়াল সভায় সংগঠনের সিইও মো. সুজন আলীও বেশকিছু কার্যাবলী উল্লেখ করেন এবং রিজোনাল রিলেশনশিপ লিডারদের ওপর দায়িত্ব অর্পণ করেন। সভায় ই-বন্ধন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এর কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন সিইও সুজন আলী।

উল্লেখ্য, নন-প্রোফিট অর্গানাইজেশন ই-বন্ধন গত ৩ মে যাত্রা শুরু করে। ভার্চুয়ালি বিভিন্ন বিষয়ে কার্যক্রম চলমান রেখেছে সংগঠনটি। এলাকাভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে স্বেচ্ছাসেবী। জনসেবায় অংশগ্রহণ করতে আগ্রহীদের সুযোগ থাকছে এ সংগঠনে সম্পৃক্ত হওয়ার। তবে এখন এলাকা ফাঁকা থাকা সাপেক্ষে এখনো স্বেচ্ছাসেবী নেয়া হচ্ছে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top