রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

সংবাদপত্রকর্মী তুহিনের পিতার ইন্তেকাল


প্রকাশিত:
২৩ জুন ২০২১ ০৬:৩৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৫:০০

মোহাম্মদ আখতারুজ্জামান

সংবাদপত্রকর্মী শফিকুজ্জামান তুহিনের পিতা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষকের বিদায় সত্যিই কষ্টের। জাতিকে আলোর পথ দেখাতে শিক্ষকরা আলো ছড়িয়ে থাকেন। মোহাম্মদ আখতারুজ্জামানও আলোকিত করেছেন অনেককে। তার মৃত্যুতে রাজশাহীবাসী এক সূর্যসন্তানকে হারাল। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামানের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা হেতেমখাঁ গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়।

আরপি/এএন-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top