রাজশাহীতে আসর থেকে ১৪ জুয়াড়ি আটক

রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর মুশরইল নতুন পাড়া ও শালবাগান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মুশরইল নতুন পাড়া এলাকার সনি আহম্মেদ রনি ( ২৩), মোঃ মাসুম হোসেন (২৩), মুন্না হোসেন (২২), রাজু হোসেন রাব্বী (১৭),অন্তর (২২), মোমিন (২৩), নিলয় (১৮), ইকবাল হাসান (২৭), পলাশ (২৩), সিফাত (২২),হৃদয় ( ২০) ও শালবাগান এলাকার নিজামুদ্দিন (২৪), ছোট বনগ্রাম এলাকার আকাশ (২৩) এবং একই এলাকার সাইদুল (২৫)।
আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, মাদক ও জুয়া বিরোধী চলমান অভিযানে গত রাতে মোট ১৪ জুয়াড়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানান।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: