রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আজও ভারি বৃষ্টির সম্ভাবনা


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ১৮:০৮

আপডেট:
১৭ জুন ২০২১ ১৮:১৩

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর সক্রিয়তায় আরও তিন দিন রাজশাহীসহ উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টির সম্ভবনা রযেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দুদিন ধরে রাজশাহীসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহীর আকাশের মুখ ভারী। মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top