রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহী ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন


প্রকাশিত:
১৯ মে ২০২১ ১৮:৩৫

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:২৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি,ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার সকাল ১০ টা থেকে ঘন্টা ব্যাপি নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এই মানববন্ধন পালন করা হয়।

এ সময় ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে অব্যাহত মুসলমান হত্যা,অগ্নিকান্ড ও নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহানের সভাপতিত্বে এবং মহানগর নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সাধারণত সম্পাদক শাহ আলম বাদশার সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, মহানগর নির্বাহী সভাপতি সুজিত সরকার, মহানগর নির্বাহী সদস্য ছাত্রনেতা তামিম শিরাজী।

মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মহিলা ইউনিটের সভাপতি হালিমা খাতুন লিমা, স্টুডেন্ট ফ্রন্ট এর সভাপতি মহিউদ্দিন মিঠু, সাধারণ সম্পাদক ইখতিয়ার প্রামাণিক। বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমান চক্রবর্তী, মিলন, রাশেল, মাহফুজসহ আরও অনেকে।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top