রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৪


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২১ ২০:৫৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২৩:০৪

প্রতিকী ছবি

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর নির্মাণাধীন সড়কে ইটবালু ও পাথর সরবরাহ কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের ১নং খাদ্যগুদাম গেটের সামনে তাহেরপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, বেলা ১১টা থেকে তাহেরপুর সড়কের খাদ্যগুদাম গেটের সামনে আব্দুল্লাহ ও তার লোকজন বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় ওখানে রাজা ও তার লোকজন উপস্থিত হয়। তারা উভয়ে ক্ষমতাসীন দলের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। পরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তার পর একসময়ে সংঘর্ষের রূপ নেয়। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছে।তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। এর পর থানার পুলিশ এলে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের লোকজন চলে যায়।

জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্মাণাধীন পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু সরবরাহ নিয়ে দুপক্ষের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। তবে বিষয়টি দুপক্ষকে নিয়ে আপস করা হবে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, তাহেরপুর সড়ক নির্মাণকাজের ঠিকাদারকে স্থানীয় ছেলেরা বালু-পাথর সরবরাহ করছে। এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে দুপক্ষের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। আজ সন্ধ্যার ভেতর উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সকালে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে আমি শুনেছি।

এ বিষয়ে সড়কের নির্মাণসামগ্রী সরবরাহকারী মো. আব্দুল্লাহ ও রাজার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুগ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top