জেলা প্রশাসন-বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে জেলা প্রশাসন-বিএসটিআই’র যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিসান বিন মাজেদ এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা কালে উৎপাদিত হলুদের গুড়া এর মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য লিখা না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী নগরীর মাস্টারপাড়া,সাহেব বাজার এলাকার মেসার্স আকিব ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিক্রয়কৃত ঘি ও মধু পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্য লিখা না থাকায় একই ধারায় সাহেব বাজার আর ডি এ মার্কেটের মেসার্স সিদ্দিক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।মেসার্স জনি মসলা মিল, মুন্সীডাঙ্গা, রানীবাজার, বোয়ালিয়া, রাজশাহীর উৎপাদিত জিরার গুড়া এর মোড়কে অবৈধ মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নিম্নবর্ণিত প্রতিষ্ঠান হতে হলুদের গুড়া সংগ্রহপূর্বক লেড এর উপস্থিতি পরীক্ষার জন্য বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে।
একনজরে জরিমানাকৃত দোকানের নাম-ঠিকানা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ও পণ্যের নাম ও বিবরণ:
১. মেসার্স মাহী গুড়া মসলা,
মাস্টারপাড়া, সাহেব বাজার, রাজশাহী।
মেসার্স রাজু এন্টারপ্রাইজ,
মাস্টারপাড়া, সাহেব বাজার,
রাজশাহী হলুদের গুড়া, ব্রান্ড: মাহী
ব্যাচ নং-০০১
উৎপাদন তাংঃ ০৫-০৯-১৯
২. শাহ আলম এন্ড সন্স,
জনতা ব্যাংকের পিছনে, সাহেব বজার, রাজশাহী।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিঃ
মেরিল সড়ক, শালগাড়ীয়া, পাবনা। হলুদের গুড়া, ব্রান্ড: রাঁধুণী
ব্যাচ নং-১৯০৯০৯৩১
উৎপাদন তাংঃ ০৯-০৯-১৯
৩. পাপ্পু এন্ড ব্রাদার্স,
আর ডি এ মার্কেট, সাহেব বাজার,
রাজশাহী।
প্রাণ এগ্রো লিঃ
একডালা, নাটোর। হলুদের গুড়া, ব্রান্ড: প্রাণ
ব্যাচ নং-১৪-এ-১১
উৎপাদন তাংঃ জুলা-১৯
৪. মেসার্স রাজ্জাক স্টোর, সুখি মার্কেট, সাহেব বাজার, রাজশাহী।
মেসার্স কাশেম ট্রেডার্স, ১৮৬, ডাঁশমারী, বিনোদপুর, মতিহার, রাজশাহী।
হলুদের গুড়া, ব্রান্ড: ডলফিন
ব্যাচ নং-০৭
উৎপাদন তাংঃ ১৫-১০-১৯
৫. মেসার্স আকিফ গুড়া মসলা. মাস্টারপাড়া, সাহেব বাজার, রাজশাহী।
মেসার্স আকিফ গুড়া মসলা মাস্টারপাড়া,
সাহেব বাজার, রাজশাহী হলুদের গুড়া, ব্রান্ড: আকিফ
৬. মেসার্স আমিরুল ট্রেডার্স,
হোল্ডিং নং-৫০, মাস্টারপাড়া, সাহেব বাজার, রাজশাহী।
মেসার্স আমিরুল ট্রেডার্স,
হোল্ডিং নং-৫০, মাস্টারপাড়া, সাহেব বাজার, রাজশাহী।
হলুদের গুড়া, ব্রান্ড: সূর্য
ব্যাচ নং-০০১
উৎপাদন তাংঃ ১০-০৮-১৯
৭. জনি মসলা মিল, মুন্সীডাঙ্গা, রানীবাজার, বোয়ালিয়া, রাজশাহীর জনি মসলা মিল, মুন্সীডাঙ্গা, রানীবাজার, বোয়ালিয়া, রাজশাহী হলুদের গুড়া
৮. মেসার্স সুশীল স্টোর, জনতা ব্যাংকের পিছনে, সাহেব বজার, রাজশাহী।
মেসার্স সুশীল স্টোর, জনতা ব্যাংকের পিছনে, সাহেব বজার, রাজশাহী।
হলুদের গুড়া
৯. মেসার্স সুশীল স্টোর, জনতা ব্যাংকের পিছনে, সাহেব বজার, রাজশাহী।
মেসার্স সুশীল স্টোর, জনতা ব্যাংকের পিছনে, সাহেব বজার, রাজশাহী।
হলুদের গুড়া
জনস্বার্থে বিএসটিআই’র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও রাজশাহী বিএসটিআই এর পরিচালক সংবাদ মোঃ খলিলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরপি/আআ
বিষয়: জেলা প্রশাসন বিএসটিআই
আপনার মূল্যবান মতামত দিন: