রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাড়তি নিরাপত্তার স্বার্থে পুলিশের এলএমজি চেকপোস্ট স্থাপন


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২১ ০০:১১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৩:৩১

ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১২ থানায় বাড়তি নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় রোববার (১১ এপ্রিল) বিকেলেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়। বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top