রাজশাহীতে বাড়তি নিরাপত্তার স্বার্থে পুলিশের এলএমজি চেকপোস্ট স্থাপন

রাজশাহী মেট্রোপলিটন এলাকার ১২ থানায় বাড়তি নিরাপত্তার স্বার্থে এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় রোববার (১১ এপ্রিল) বিকেলেই এলএমজি চেকপোস্ট স্থাপন করা হয়। বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তার কথা ভেবে এ চেকপোস্ট বসানো হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে দেশের মধ্যে সিলেটে প্রথম এলএমজি চেকপোস্ট বসানো হয়। এরপর দেশের আরও বেশ কয়েকটি জেলায় এলএমজি পোস্ট বসিয়েছে পুলিশ।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: