রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, আঘাত হানতে পারে কালবৈশাখী


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২১ ০৩:০৯

আপডেট:
১২ এপ্রিল ২০২১ ০৩:১৩

ছবি: সংগৃহীত

দাবদাহ বিস্তার লাভ করেছে। আজ ৮টি অঞ্চল ও এক বিভাগের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। তার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একটি অঞ্চল ও চার বিভাগে কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।

এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরপি/ এসআই-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top