রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে মদপানে ভ্যানচালকের মৃত্যু


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২১ ২১:২০

আপডেট:
৮ এপ্রিল ২০২১ ২১:৪২

প্রতীকি ছবি

রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে মাহাবুর রহমান (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার শ্রীখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। নিহত মাহাবুর রহমান শ্রীখণ্ড গ্রামের মুনছুর রহমানের ছেলে। তবে তিনি সপরিবারে আবাসন প্রকল্প ২-এ বসবাস করতেন।

এলাকাবাসীর বরাত দিয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে বাইরে থেকে চোলাই মদপান করে বাড়িতে ফিরে মাহাবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে রাত ১১টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরপি/ এসআই-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top