রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

লকডাউনের বিকল্পসহ রাজশাহীর ব্যবসায়ীদের ৫ দফা দাবি


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২১ ১৯:৫০

আপডেট:
৮ এপ্রিল ২০২১ ২১:৪৩

ছবি: রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন

আসন্ন ইদুল ফিতরের আগে লকডাউন না দিয়ে এর বিকল্প চিন্তাসহ সরকারের কাছে ৫ দফা দাবি জানিয়েছে রাজশাহীর ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলন করে এ দাবি জানান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।
দাবিসমূহ হলো, লকডাউনের বিকল্প চিন্তা করা। প্রয়োজনে জেলা প্রশাসন, পুলিশ, জন প্রতিনিধি ও বিভিন্ন মার্কেট বাজার প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে বাজার ও মার্কেটগুলো কঠোরভাবে মনিটর করা।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি কিস্তিতে পরিশোধ যোগ্য ঋনের ব্যবস্থা করা। ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মচারীদের টিকার আওতায় নিয়ে আসা। বিগত এক বছরের ব্যাংক ঋণের সুদ মওকুফ করাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের চলতি অর্থ বছরের ভ্যাট ও আয়কর মওকুফ করা।

সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি আলী আশরাফ খোকন এর সভাপতিত্বে লিখিত বক্তব্যে পাঠ করেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। এমন সময় লকডাউন দেওয়ায় ব্যবসায়ীরা নতুন সংকটের সম্মুখীন হয়েছেন। আর দেশের অর্থনীতি সচল রাখতে এসব ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। সুতরাং এসব ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের নিয়ে সরকারকে ভাবতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান মিঠু, সমাজকল্যাণ সম্পাদক আজম আলী প্রমুখ।

আরপি/ এসআই-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top