রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

সিগারেটের আগুনে ছাই ১০ বিঘা পানের বরজ


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ০২:৫৬

আপডেট:
৩ এপ্রিল ২০২১ ০২:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে গেছে কৃষকের অন্তত ১০ বিঘা জমির পানের বরজ। এতে ইব্রাহিম নামের এক ব্যক্তির শরীরে কিছু অংশ পুড়ে গেছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামের মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল রহমান ও দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার জানান, দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটা থেকে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই গ্রামের কৃষক, ইব্রাহিম, আজিজ,আব্দুস সাত্তার,আব্দুল মজিদ, কফের(চেলু), ইছাহাক, ফজলু হক, সোহেল, আশরাফুল, রফিক,আমজাদ,সাহাবুর ছাত্তারসহ প্রায় ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

তারা আরও জানান, তবে পার্শ্ববর্তী আরও প্রায় ২০ বিঘা জমির পানের বরজ রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

নওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পানবরজগুলো পুড়ে গেছে, এতে করে পানচাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে

তবে কোন কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান,পানের বরজে আগুন লেগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করবো,যাতে করে তারা আবার নতুন ভাবে পানের বরজ তৈরি করতে পারে।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top