রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ছাত্র সমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
২৮ মার্চ ২০২১ ০৩:২৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৯

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে জাতীয় ছাত্র সমাজের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা ছাত্র সমাজ কার্যালয়ে কেক কাটা হয়।

এরপর আয়োজিত আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা অসক কুমার রাজ।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন। সভায় বক্তারা ৭ দফা দাবি জানান।

দাবিসমূহ হলো-

১. অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে;

২. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে;

৩. সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করতে হবে;

৪. শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি অল্প সময়ে সুনিশ্চিত করতে হবে;

৫. চাকুরির ক্ষেত্রে সকল ধরনের আবেদন ফি অনধিক ১০০ টাকা করতে হবে;

৬. সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ব্যবস্থা চালু করতে হবে;

৭. অটো পাশ নয়, দেশের সকল শিক্ষার্থীদের মেধা বিকাশে পরীক্ষা চালু চাই।

ছাত্রনেতা মাহাবুল ইসলামের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মিনারুল ইসলাম, পবা উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফরমান হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top