রাজশাহীর গনকপাড়ায় গোডাউনে আগুন
রাজশাহীর গনকপাড়ায় গোডাউনে আগুন লৈগেছে। বুধবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন।
বুধবার দুপুরে দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক (ডিএডি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এছাড়া কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও তিনি জানান।
আরপি /আইএইচ
বিষয়: গনপাড়ায় গোডাউনে আগুন
আপনার মূল্যবান মতামত দিন: