রাজশাহীতে ভাবিকে ধর্ষণের ঘটনায় জোরপূর্বক মিমাংসার চেষ্টা

প্রতীকি ছবি
রাজশাহীর পুঠিয়ায় চাচাতো দেবরের বিরুদ্ধে ভাবিকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পারিবারিক চাপের কারণে ঘটনাটি ধর্ষণের চেষ্টা উল্লেখ করে ভূক্তভোগীর স্বামী থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু বিষয়টি স্থানীয় একটি প্রভাবশালী মহল এক লাখ টাকার বিনিময়ে অতি গোপনে মিমাংসা করতে চাপ দিচ্ছে বলে ওই পরিবার অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ রাতে উপজেলার পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া খাঁপাড়া গ্রামে।
থানার মামলা সূত্রে জানা গেছে, ১৪ মার্চ রাতে ওই গৃহবধূর বাড়ির পাশে ইসলামী জালসা চলছিল। আর ভূক্তভোগী বাদে ওই পরিবারের সকল সদস্য জালসা শুনতে মাঠে যায়। সে সুযোগে পাশের বাড়ির চাচাতো দেবর ও সোলেমান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব রাত ১০ টার দিকে ভাইয়ের খোঁজে তার বাড়ি আসে। আর ফাঁকা বাড়ি থাকার সুযোগে ভাবীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে সে। ওই সময় গৃহবধূর চিৎকারের তার স্বামী ছুটে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রাম্য মিমাংসায় ব্যর্থ হয়ে ঘটনার দু’দিন পর গত ১৬ মার্চ রাকিবুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।
ভূক্তভোগীর স্বামী বলেন, বৃহস্পতিবার রাতে পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু সহ এলাকার প্রধানগণ বসে একটি মিমাংসা করতে চাপ দিচ্ছিলেন। আমরা যেহেতু থানায় মামলা দিয়েছি তাই বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবো।
এদিকে আসামি রাকিবুল ইসলামের পিতা সোলেমান আলী বলেন, বিষয়টি মিমাংসা করতে চেয়ারম্যানকে দ্বায়িত্ব দেয়া হয়েছিল। তিনি দু’দিন আগে কিছু লোকজন নিয়ে প্রায় এক লাখ টাকার বিনিময়ে একটা আপোস করে দিয়েছেন।
তবে পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু মিমাংসার বিষয়টি অস্বীকার করে বলেন, আসামী ও ভূক্তভোগী একই বাড়ির লোকজন। কি ঘটনা ঘটেছে তা জানতে গত বৃহস্পতিবার রাতে আমি তাদের বাড়ি গিয়ে ছিলাম। আর বিষয়টি আপোস করতে আমি কাউকে চাপ বা হুমকি দেইনি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ মার্চ ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে রাকিবুলের নামে মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আর যেহেতু থানায় মামলা হয়েছে তাই মিমাংসার কোনো সুযোগ নাই।
আরপি/ এসআই-১১
আপনার মূল্যবান মতামত দিন: