রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে বিভাগীয় রিকভারী সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত:
২০ মার্চ ২০২১ ২২:৩৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:০৮

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি নিরাময় কেন্দ্রসমূহের যৌথ আয়োজনে রাজশাহীতে বিভাগীয় রিকভারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী জেলা পরিষদের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এর আয়োজন করা হয়।

সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর মাদক ছেড়ে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনারও দেশের সম্পদ। নিজেকে কখনও ছোট মনে করবেন না। যে যা কাজ পান তাতেই লেগে পড়েন। কাজে ব্যস্ত থাকলে কখনও মাদকের কথা মনে পড়বে না। সবাই ভাল থাকবেন।

রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে- এসব দেখে রাখলে তাকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

সম্মেলনে বিভাগের আট জেলার ৪৭টি মাদক নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ৫৬৪ জন ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরপি/ এসআই-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top