রাজশাহীতে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বালিয়াপুকুরে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক দামকুড়া হরিপুর কলোনী এলাকার রেন্টুর ছেলে সাগর (১৮)।
কাশিয়াডাঙ্গার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ জানান, সকালে দ্রুত গতির একটি ট্রাক ঐ ভ্যান চালককে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: