রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

রাজশাহীর আয়োজনে রংপুর সমিতির বার্ষিক বনভোজন


প্রকাশিত:
২০ মার্চ ২০২১ ০১:২৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৯:৩১

ছবি: সংগৃহীত

বৃহত্তর রংপুর সমিতি রাজশাহীর আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে বনভোজনের আয়োজন করা হয়।

বৃহত্তর রংপুর সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহীদুর রহমান চৌধুরী গোলাপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য চৌধুরী মো: জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রংপুর সমিতির রাজশাহীর উপদেষ্টা পরিষদের উপদেষ্টা প্রকৌশলী মোঃ সওগাতুল ইসলাম সঞ্চয়, সমিতির রাজশাহীর কার্যনির্বাহী কমিটি সর্বস্তরের সদস্যসহ ২৫০ জন এতে অংশ নেয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু ও মহিলাদের নিয়ে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। পরে মধ্যাহ্নের বিরতি দেওয়া হয়। বিরতি শেষে পরিচয় পর্ব এবং সমিতির উন্নতি কল্পে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আরপি / এমবি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top