রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে জরুরি অবতরণের সময় উল্টে গেলো প্রশিক্ষণ বিমান


প্রকাশিত:
১৬ মার্চ ২০২১ ২৩:২০

আপডেট:
১৬ মার্চ ২০২১ ২৩:৩৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে জরুরি অবতরণের সময় উল্টে গেছে বাংলাদেশ ফ্লাইং একাডেমি প্রশিক্ষণ বিমান। মঙ্গলবার দুপুরে লালদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ ফ্লাইং এর এক প্রশিক্ষণ বিমান হঠাৎ রাজশাহী শাহ মুকদুম বিমান বন্দর থেকে উড্ডয়ন করে। এসময় বিমানে ছিলেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী।

তানোরে জরুরী অবতরণের চেষ্টার সময় আলুর ক্ষেতে ধাক্কায় বিমানটি উল্টে যায়। স্থানীয়রা গিয়ে ২ জনকে উদ্ধার করেছে।

রাজশাহীর বিমান বন্দরের ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির। এ ধরনের বিমান মূলত প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হলে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

তারা আরও জানান, বিমানটিতে দুজন ব্যক্তি ছিলেন। এরমধ্যে একজন হলেন বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষক মাহফুজর রহমান। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন। অন্যজন হলেন প্রশিক্ষণার্থী নাহিদ। তিনি অক্ষত আছেন।

এদিকে, দুর্ঘটনা খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে আসে। কিন্তু তেমন কোনো হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ও আরোহীদের উদ্ধার করেন। তবে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, এরআগে ২০১৫ সালের ১ এপ্রিল রাজশাহীতে প্রশিক্ষণ বিমান পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষণার্থী তামান্না রহমান (২২) বিমানের ভেতরেই পুড়ে মারা যান। পরবর্তীতে প্রশিক্ষক লে. কর্নেল সাঈদ কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top