রাজশাহীতে বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পদ্মা জোনের (পুরুষ-নারী) কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে খেলার আয়োজন করা হয়। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী ওনু, জেলা কাবাডি সিমিতির সভাপতি ফিরোজ কবির মুক্তা।
দুই দিনব্যাপী মোট ৬টি টিম এ খেলায় অংশগ্রহণ করছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনার মোট ৬ টি দল অংশগ্রহণ করছে।
সোমবার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ সময় চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে জয়ী হয় সিরাজগঞ্জ দলটি। এছাড়াও আগামীকাল বিকেল ৪ টায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পদ্মা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আরপি / আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: