রাজশাহী শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

সাবেক স্ত্রীর স্বামীকে ফাঁসাতে যুবকের অভিনব কায়দা


প্রকাশিত:
১১ মার্চ ২০২১ ০৩:১৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৯:৪০

ছবি: প্রতিনিধি

সাবেক স্ত্রীর বর্তমান স্বামীকে ফাঁসাতে গিয়ে আটক হয়েছেন রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম সজল (২৯)। কৌশলে প্রতিপক্ষের মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ এর স্টিলের কভারের ভিতর রেখেছেন মাদক!

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরের চৌদ্দপাই এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক মনিরুল নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি পূর্বপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলাম এর ছেলে। অন্যকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে আটক হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার নগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে একটি দল।

এমন সময় আটক মনিরুল পুলিশকে একটি গোপন তথ্য দেন। তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। নগরের চৌদ্দপাই এলাকায় মাসুদ রানা (৩৪) নামের এক ব্যক্তির মোটরসাইকেল তল্লাশি করে মেলে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ এর স্টিলের কভারের ভিতর থেকে ১০ গ্রাম হেরোইন ও ৮ পিচ ইয়াবা ট্যাবলেট।

মাসুদ রানাকে আটক করে পুলিশ জানতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রহরীর কাজ করে মাসুদ। ডিবি পুলিশ আরো জানতে পারে অভিযুক্ত ব্যক্তির মাদক সেবন ও ব্যবসার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই।

পরবর্তিতে ডিবি পুলিশ মোঃ মনিরুল ইসলাম সজলকে কৌশলে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামী মোঃ মাসুদ রানা

। মাসুদ রানা তার সাবেক স্ত্রীর সাথে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করে বিবাহ করেছে। তাই সে প্রতিশোধ পরায়ন হয়ে মোঃ মাসুদ রানার ব্যবহৃত মোটরসাইকেলে পরিকল্পিতভাবে মাদক রেখে ডিবি পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।

 

আরপি / আইএইচ-০



আপনার মূল্যবান মতামত দিন:

Top