৭ মার্চ দিবস উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি

আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তারের কারণে সৃষ্ট পরিস্থিতি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার (৬ মার্চ) জেলা প্রশাসনের কার্যলয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জেলা শিল্পকলা একাডেমি চত্বওে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও ‘৭ মার্চ স্বাধীনতার জীয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীতে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।।
আরপি/ এসআই-৭
আপনার মূল্যবান মতামত দিন: