রাজশাহী শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

আরইউজে’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ১৬:০১

আপডেট:
১১ মে ২০২৪ ১৪:২৯

ছবি: সংগৃহীত

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে হোটেল ডালাস ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর সাংবাদিকরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবে-এটি প্রত্যাশা করি। সকলে ঐক্যবদ্ধ হলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাংবাদিকদের ভবন নির্মাণে জায়গা বরাদ্দ ও অর্থ আনার জন্য চেষ্টা করবো। সাংবাদিকদের কল্যানে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য শেখ মামুনুর রশিদ, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ও আহমেদ শফি উদ্দিন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য মো. আনিছুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সহ অন্যান্য অতিথিবৃন্দ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য আনিছুজ্জামান ও সরিফুল ইসলাম তোতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হ্যান্ড রাইটিং প্যাডের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top