সাবেক ব্যাংকার কবি কুমারের মুক্তির দাবি

সাবেক ব্যাংকার আরিফুল হক কুমারের মুক্তির দাবিতে মানববন্ধন
রাজশাহী কবিকুঞ্জ এর আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও সাবেক ব্যাংকার আরিফুল হক কুমারের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জানানো হয়, কবি আরিফুল হক কুমারকে ব্যাংকের একটি লেনদেন নিয়ে দায়ের করা মামলায় গত ১৪ অক্টোবর রাতে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। এসময় রাজশাহী কবিকুঞ্জ নেতৃবৃন্দ তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: