রাজশাহীতে এসআই’র বাসায় চুরি

রাজশাহী নগরীতে এক এসআই এর বাসায় চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া থানার এসআই শাহিনের বাড়িতে এমন ঘটনা ঘটে।
এসআই শাহিন জানান, নগরীর সাগরপাড়া রাণীপুকুরে আব্বা-আম্মা টাওয়ার নামের বাড়িটির ৩য় তলায় পরিবারসহ থাকতেন। ছুটি নিয়ে সপরিবারে গ্রামের বাড়িতে যান তারা। দুপুর সাড়ে বারোটার দিকে চোর তার বাড়িতে ঢুকে তালা ভেঙ্গে বেশকিছু জিনিস চুরি করে নেয়।
তিনি বলেন, কি কি জিসিন চুরি হয়েছে এই মহুর্তে তিনি জানাতে পারছেন না। তবে পুরো ঘর দেখা হচ্ছে কি কি জিনিস নেই।এই বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।
আরপি/আআ
বিষয়: রাজশাহী এসআই চুরি আব্বা-আম্মা টাওয়ার
আপনার মূল্যবান মতামত দিন: