রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ট্রলির চাপায় প্রাণ গেলো গৃহবধূর


প্রকাশিত:
২ মার্চ ২০২১ ০২:০৩

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৫২

ছবি প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় পাওয়ার ট্রলির চাপায় হাসিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকার লোকজন ট্রলি চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছেন।

নিহত হাসিনা বেগম উপজেলার ভালুকগাছি-নন্দনপুর পূর্বপাড়া গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। সোমবার (১ মার্চ) দুপুর একটার দিকে ভালুকগাছি-বিড়ালদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপরের দিকে নিহত ওই মহিলা বাড়ির পাশে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। সে সময় একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রলি চালক লিটন আলী (২৪) ও হেলপার মিলন (২১) কে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরপি/ এসআই-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top