রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৩৬


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৮:১৭

প্রতিকী ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-৪ জন ও ডিবি পুলিশ-২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জন গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ মো. মাইনুল (৩২)কে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। রাজপাড়া থানা পুলিশ মো. পারভেজ ফরহাদ (২১)কে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। চন্দ্রিমা থানা পুলিশ মো. সাদ্দাম মিয়া (২৯)কে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ মো. পিন্টু (২৮)কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। কাটাখালী থানা পুলিশ মো. ইমরান আলী (২৪)কে ১.৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। বেলপুকুর থানা পুলিশ মো. ইসমাইল হোসেন (৩২)কে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। পবা থানা পুলিশ মো. রঞ্জু (৩০) ও শ্রী উদয় (২১)কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। দামকুড়া থানা পুলিশ মো. বাবু (৪০) ও মো.আকবর বাদশা (৪০)কে ১০ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করে ও ডিবি পুলিশ মো. সাহাবুল (৩৫)কে ১২ গ্রাম হেরোইনসহ,মোসা. রিমা (২৫)কে ৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরপি/ এসআই-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top