রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


রাজশাহীতে সবজি বাজার উর্ধ্বমূখী, কমেনি পেঁয়াজের দাম


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৯ ১০:৫৯

আপডেট:
৬ মে ২০২৪ ০১:২০

ফাইল ছবি


রাজশাহীর কাঁচাবাজারে শীত কালীন সবজির আমদানি বাড়লেও কমেনি দাম। শীত কালীন এসকল সবজি গগনচুম্বী দামে বিক্রি হচ্ছে। প্রতিকেজি সবজিতে ক্রেতাদের সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত গুনতে হয়েছে। এছাড়াও পেঁয়াজ সংকটের কারনে এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। পেঁয়াজের পাশাপাশি চালের বাজারও উর্ধ্বমূখী।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এমন উর্ধ্বমূল্যের কারনে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। শুক্রবার রাজশাহীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ১২০ টাকা, শিম ৫০-৬০ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা ও গাজর ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, অধিকাংশ সবজির দাম নাগালের বাইরে। গত দু’মাস ধরে শিম, ফুলকপি, মুলাসহ শীতকালিন সবজি বাজারে বিক্রি হলেও দাম কমছে না। ব্যবসায়ীরা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়লেও পাইকারিতে বেশি দামে কিনতে হচ্ছে। ফলে কম দামে বিক্রি করতে পারছেন না তারা। তবে আগামী সপ্তাহে সব সবজির দাম কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

নগরীর মাস্টার পাড়া কাঁচাবাজার, উপশহর নিউমার্কেট, লক্ষিপুর, তালাইমারিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৫০-৬০ টাকা, করলা ৮০-৯০টাকা, আলু ২৪-২৫টাকা, শশা ১২০, ধনেপাতা ১২০-১৫০টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, প্রতি পিস লাউ ৪০-৪৫ টাকা, কচুর লতি ৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুলার কেজি ৪০টাকা, পেপে ৩০, লেবুর হালি ১৫-২০টাকা, সবুজ শাক ৩০টাকা কেজি, লাল শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও সকল ধরণের পেঁয়াজ ১৭০টাকা থেকে ২০০টাকা দরে বিক্রি হতে দেখা গেছে এবং আদা ১৬০-১৭০টাকা, রসুন ১৬০-১৭০টাকা দরে বিক্রি হয়েছে।

মাংসের বাজারে গরু ৫৫০ টাকা, খাসি ৬৫০-৭০০ টাকা বিক্রি হলেও কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। দাম কমে ব্রয়লার ১২৫টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে নগরীর কুমার পাড়া এলাকার চাল ব্যবসায়ী মেসার্স মক্কা রাইস এজেন্সির সত্তাধিকারি আব্দুল কাদের বলেন, চিকন চালের দাম বেড়েছে বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। দাম বেড়ে বাসমতি ৫০ কেজির বস্তা ২ হাজার ৫০০ টাকা ও ২৫ কেজির বস্তা ১ হাজার ৩৫০ টাকা, মিনিকেট ৫০ কেজির বস্তা ২ হাজার ২০০ থেকে ৩০০ টাকা এবং ২৫ কেজির বস্তা ১ হাজার ১০০ থেকে ২০০ টাকা, আটাশ ৫০ কেজির বস্তা ১ হাজার ৯০০ টাকা এবং ৮০ কেজির বস্তা ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top