রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


শনিবার থেকে স্টেডিয়ামেই অনুশীলন


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০২:২০

আপডেট:
১৫ জুলাই ২০২০ ০২:২৪

ছবি: ক্রিকেটারদের অনুশীলন

ক্রিকেটারদের অনুশীলনের জন্য খুলে দেয়া হচ্ছে সব স্টেডিয়াম। আগামী শনিবার (১৮ জুলাই) থেকে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামসহ সব ভেন্যুতে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তারা ইচ্ছে করলে সে সব ভেন্যুতে নিজ নিজ উদোগে অনুশীলন করতে পারবেন।

আজ মঙ্গলবার বিকেলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন করার সুযোগ করে দিতে চাচ্ছি এবং আগামী শনিবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন ভেন্যু খুলে দেয়া হবে।’

রাজধানী ঢাকাসহ ক্রিকেটাররা যাতে সারা দেশের সব প্রতিষ্ঠিত ভেন্যুতে নিজ নিজ উদ্যোগে অনুশীলন করতে পারেন, সে লক্ষ্যে দেশের ক্রিকেটের আটটি আন্তর্জাতিক ভেন্যু সম্পূর্ণ প্রস্তুত করে ফেলা হয়েছে আগেই।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আগেভাগেই জানিয়ে রেখেছিলেন- ঢাকার শেরে বাংলা, ফতুল্লার খান সাহেব ওসমান আলী, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, কক্সবাজারের শেখ কামাল, খুলনার শেখ আবু নাসের, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী কামরুজ্জামান স্টেডিয়াম তৈরি রাখা হয়েছে ক্রিকেটারদের জন্য। তারা ইচ্ছে করলেই অনুশীলন করতে পারবেন।

অবশ্য ঢাকার বাইরে থাকা ক্রিকেটারদের অনেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন। তবে সেটা কোন প্রতিষ্ঠিত ক্রিকেট ভেন্যুতে নয়, ঢাকার বাইরের জাতীয় ক্রিকেটারদের প্র্যাকটিস চলছে বাড়ির কাছের মাঠ বা খোলা জায়গায়।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top