ভারতের সুব্রত কাপে বিকেএসপির ১১ গোল

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়ে ছেলেদের অনূর্ধ্ব-২১ বিভাগে দ্বিতীয় ম্যাচে আরো বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
রোববার ইন্ডিয়া এয়ারফোর্স স্কুলের বিপক্ষে ১১ গোল করেছে বিকেএসপি দল। এর আগে শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক লক্ষ্যদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছিল বিকেএসপি।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক করেছেন হাবিব। সাকিব ও মোরসালিনও করেছেন হ্যাটট্রিক। এছাড়াও গোল করেছেন জনি ও তাহসিন।
বিকেএসপি খেলছে ‘সি’ গ্রুপে । এতে তাদের প্রতিপক্ষ লক্ষ্যদ্বীপ, এয়ার ফোর্স স্কুল, উড়িষ্যা ও এনসিসি।
উল্লেখ্য, এই টুর্নামেন্টেই মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ছেলেরা ১১ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ খেলবে উড়িষ্যার বিরুদ্ধে।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: