রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বাংলাদেশ-আফগান টেস্ট

২০৫ রানে অলআউট বাংলাদেশ, আফগানিস্তানের চেয়ে ১৩৭ রানে পিছিয়ে


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:১০

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৭

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ক্রিকেট

৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন (শুক্রবার) শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে নতুন দিনে কতদূর যান টাইগাররা, সেটাই ছিল দেখার বিষয়। তবে খুব বেশিদূর যেতে পারলেন না তারা। দিনের শুরুতেই গুঁড়িয়ে গেলেন সাকিব বাহিনী। ২০৫ রানে অলআউট হয়েছেন তারা। ফলে প্রথম ইনিংসে আফগানিস্তানের চেয়ে ১৩৭ রানে পিছিয়ে রইল স্বাগতিকরা।

শনিবার বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন ৪৪ এবং তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে শুরুতেই ধাক্কা খান স্বাগতিকরা। ব্যক্তিগত স্কোরে কোনো রান যোগ করার আগেই ফেরেন তাইজুল। তাকে পরিষ্কার বোল্ড করেন মোহাম্মদ নবী।

সেই জের না কাটতেই প্যাভিলিয়নে ফেরেন নাঈম হাসান। তাকে তুলে নেন রশিদ খান। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৭ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন। আফগানদের হয়ে ৫ উইকেট নেন রশিদ। ৩ উইকেট দখলে নেন নবী।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top