রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


টের পেলো ইংলিশ বোলাররা

ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেই স্মিথের ডাবল সেঞ্চুরি 


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৭:১৫

ছবি: সংগৃহীত

স্টিভেন স্মিথ যে কি জিনিস, হাড়ে হাড়ে টের পেলো ইংলিশ বোলাররা। জোফরা আর্চার তার ঘাড়ে বল লাগিয়ে এক ম্যাচ মাঠ থেকে দুরে রাখলেও, ফেরার ম্যাচে একের পর এক বাউন্সার দিয়েও স্মিথকে ঘায়েল করতে পারেনি। এবারের অ্যাসেজের অবিশ্বাস্য এক ক্রিকেট রূপকথা লিখে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

ক্রিকেট মাঠ থেকে এক বছরের নির্বাসন তাকে দমিয়ে দিতে পারেনি। লর্ডসে মাথায় চোট পেয়েছিলেন। হেডিংলে টেস্টে ছিটকে গিয়েছিলেন। আর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেই টেস্টে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি করলেন। বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ডাবল সেঞ্চুরি করে দলকে তুলে দিলেন রানের পাহাড়ে। পাশাপাশি চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে ২৬তম শতরানটিও করে ফেললেন স্মিথ।

বৃষ্টি বিঘ্নিত ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমদিন বল গড়িয়েছিল মাত্র ৪৪ ওভার। দ্বিতীয়দিন ৩ উইকেটে ১৭০ রান হাতে নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথমদিন শেষে ৬০ রানে অপরাজিত স্মিথ দ্বিতীয়দিন ইংলিশ বোলারদের রীতিমতো শাসন করে অ্যাশেজে তার ১১তম সেঞ্চুরিটি পূর্ণ করেন।

আরপি / বি

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top