১০ হাজার কেজি চাল আর ৭০০ কেজি আলু দিলেন পাঠান ব্রাদার্স
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছেন বিশ্বের খ্যাতিমান ক্রীড়াবিদরা। তারা সাধ্যমতো অনুদান দিয়ে যাচ্ছেন। এবার এলেন ভারতীয় ক্রিকেটের দুই সাবেক তারকা ইউসুফ ও ইরফান পাঠান। গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিয়েছেন দুই ভাই।
নিজেদের অনুদানের খবর জানিয়ে সোশ্যাল সাইটে ইউসুফ ও ইরফান বলেছেন, 'এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে আছি। আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।'
ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশটির অনেক ক্রীড়াবিদই বড় অংকের অর্থ দান করেছেন। রোহিত শর্মা দিয়েছেন ৮০ লাখ রুপি। শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলী দিয়েছেন ৫০ লাখ রুপি করে। বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং তার সহধর্মীনী আনুশকা শর্মা দিয়েছেন ৩ কোটি রুপি। এর আগে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল পাঠান ভাইদের।
ইউসুফ ও ইরফান বলেছেন, 'এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে আছি। আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।'
আরপি/এএন
বিষয়: ১০ হাজার কেজি চাল আর ৭০০ কেজি আলু খ্যাতিমান ক্রীড়াবিদ ইউসুফ পাঠান ইরফান পাঠান ভারতীয় ক্রিকেটার

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: